লন্ডনে চিত্রশিল্পী শামসুল আলমের সলো এক্সিবিশন শুরু


লন্ডনে চিত্রশিল্পী শামসুল আলমের সলো এক্সিবিশন শুরু

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন থেকে :

পূর্ব লন্ডনের গ্রিটরেক্স স্ট্রিটের স্পিটালফিল্ডস স্টুডিওতে বাংলাদেশের চিত্রশিল্পী শামসুল আলমের সলো এক্সিবিশন শুরু হয়েছে, চলবে ২ মে ২০২৩, মঙ্গলবার পর্যন্ত। অফেনিং আওয়ার সকাল ১১ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত।

বাংলাদেশের চিত্রশিল্পী শামসুল আলম ( ইনান) নিসর্গেচিত্রে আদতে গল্প বলেন, এই গল্পই তাঁর ক্যানভাসকে প্রাণবন্ত করে তোলে। এই নিসর্গের অন্যতম উপাদান বাংলাদেশের নদ-নদী।
যা তাঁর ছবিতে বার বার ফিরে ফিরে এসেছে, মনে করিয়ে দিয়েছে হাজারো মানুষের হাজারো স্মৃতি, জন্ম দিয়েছে হাজারো গল্প। তাঁর ছবিতে ফুটিয়ে তোলেছেন বাংলাদেশের লোকালয় আর গ্রামীণ জনপদের আনন্দ-বেদনা।

শুক্রবার (২৮ এপ্রিল ২০২৩) বিকেলে পূর্ব লন্ডনের গ্রিটরেক্স স্টিটে স্পিটালফিল্ডস স্টুডিওস এ আনুষ্ঠানিক শুরু হয়েছে শামসুল আলম ( ইনান) সেকেন্ড সলো এক্সিবিশন ।

এই এক্সিবিশনের উদ্বোধন করেন লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনের মান্যবর হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

এক্সিবিশনের শুরুতে উপস্থিত ছিলেন উদীচি শিল্পী গোস্টী ইউকের প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, যুক্তরাজ্যে বাঙালি মালিকানাধিন একমাত্র ইংরেজী পত্রিকা বাংলা মিররের সম্পাদক আব্দুল করিম গণি, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী অধ্যাপক সাজিদুর রহমান, ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, ইস্ট লন্ডন একাডেমি অব আর্টসের ডিরেক্টর জামান এমডি ফখরুজ্জামান, যুক্তরাজ্য আওয়ামীলীগের আফসর খান সাদেকসহ শতাধিক দর্শণার্থী এই চিত্র প্রদর্শণী ঘুরে ঘুরে দেখেন।

চিত্রশিল্পী শামসুল আলম বলেন- স্বপ্ন ছিল বিলেতে একটি সলো এক্সিবিশন করবো। আজ লন্ডনে শুরু হওয়ায় আন্তরিকভাবে ভাল লাগছে। অনেক দর্শকের সমাগম দেখছি এবং ইতিমধ্যে কয়েকটি ছবিও বিক্রি হয়েছে।

তিনি বলেন এখানে আমার ২৮ টি ছবি প্রদর্শিত হচ্ছে। আমার এ ছবিগুলোতে মূলত বাংলাদেশের শ্রমজীবি ও সুবিধাবন্চিত মানুষদের আঁকার মাধ্যমে তুলে আনা হয়েছে।